মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। এসময় তিনি বলেন,‘পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন গরীব-দুঃখী মেহনতী মানুষের প্রাণের নেতা। তার শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি গ্রামকে শহরে রুপ দিয়েছেন। থানাকে উপজেলা ও মহকুমাকে জেলায় রুপ দিয়েছেন। বিচার ব্যবস্থা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ জনগনের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান বিপুল, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুকু, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক ছাত্র নেতা আকরাম হোসেন খান বাপ্পি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম টুটুল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, শাখাওয়াতুল করিম পিটুল, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজণ¥ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য রাজিবুল্লাহ রাজিব প্রমুখ। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদেও স্মরণ সভা জনসে্্রোতে পরিনত হয়। এসময় কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।