কালিগঞ্জ ডেঙ্গু ও গুজব প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলার সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সমসাময়িক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম ( জামি), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, উপজেলা স্যানিটারি কর্মকর্তা আব্দুস সুবহান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশরাত আলী ও মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও বিদ্যালয়ের শিক্ষার্থী।এসময় প্রধান অতিথি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন পদ্মা সেতুতে মাথা লাগবে এই গুজব ছড়িয়ে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তিনি বলেন পদ্মা সেতুতে মাথা লাগবে এটি নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন গুজব ছড়িয়ে ছেলে ধরা বানিয়ে নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা বা আহত করা গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি বলেন কাউকে ছেলে ধরা মনে হলে আপনারা নিকটস্থ থানা পুলিশকে খবর দেন কিন্তু দয়া করে কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন