দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি প্রতিরোধ বা দমনে নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে দেশের ২৮ হাজার স্কুলে দুদকের সততা সংঘ নামে সংগঠন গড়ে তোলা হয়েছে। এ সংগঠনের মাধ্যমে দুদক কাজ করছে, তবে সবার সহযোগিতা পেলেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিয়ম ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় দুদক চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় মানুষ গড়ার প্রথম সোপান। এটা মজবুত না হলে আমরা পরবর্তী ধাপে উঠতে পারবো না। এজন্য প্রাথমিক পর্যায়ে আমাদের সমস্ত ফোকাস দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে অতিথিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরাসরি শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে আশ্বাস দেন। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এএফএম মনজুর রশিদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।