ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল ১দিন ১ ঘন্টা (প্রতিদিন সকাল ১০ -১১টা) পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী ঘোষনা দেওয়ার পর শনিবার সকাল থেকে তিনি নিজেই রাস্তায় নেমে গেলেন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে।সূত্র জানায়,ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসক তার অফিস প্রাঙ্গনের আঙিনায় ফুলের টপ,রাস্তার ড্রেন,রাস্তার উপরে জমে থাকা বৃষ্টির পানি নিজে হাতেই পরিস্কার করেছেন।কারন,এডিশ মশা সাধারনত বৃষ্টির পানি জমে এমন জাগায় ফুলের টপ,ডোবা ইত্যাদি জাগায় বংশ বিস্তার করে।তাই এডিশ মশার বংশ বিস্তার রোধ করতেই জেলা প্রশাসকের নির্দেশনায় প্রত্যেকটি উপজেলায় প্রতিদিন সকাল ১০ -১১টা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আগষ্ট মাসব্যাপী চলবে বলে জানা গেছে।
সূত্র আরো জানায়,ডিসি অফিসের আঙিনা পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শেষে জেলা প্রশাসক ছুটে যান শহরের বাস টার্মিনালে।সেখানে স্টান্ডের যাত্রীদের মাঝে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।
এরপরে জেলা প্রশাসক সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে যান কোমলমতী শিক্ষার্থীদের কে ডেঙ্গু জ্বর ও গুজব বিরোধী সচেতনতা মুলক লিফলেট করতে।জেলা প্রশাসক এক প্রশ্নের উত্তরে বলেন মহান আগষ্ট মাস শোকের মাস,এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিল। তাই এটি শোকের মাস।শোক কে শক্তিতে রুপান্তরিত করে আমরা জেলা প্রশাসন আগষ্ট মাস ব্যাপি কর্মসূচী হাতে নিয়েছি।তাছাড়া শহরের সব খানেই জেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে মশা মারার ঔষধ ছিটানো হচ্ছে। আমরা আশাকরি খুব দ্রুত ডেঙ্গু সমস্যার হাত থেকে সাতক্ষীরা বাসীকে রক্ষা করতে সক্ষম হবো।