সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এস এম মোস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু সমস্যা প্রকট আকার ধারন করার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সমাজের সকল মানুষকে জানতে হবে ডেঙ্গু কিভাবে ছড়ায় ও বিস্তার করে। এটা নিয়ে আতংকিত না হয়ে সকলকে এগিয়ে এসে যার যার অবস্থান থেকে সব মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কিত বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিলেই ডেঙ্গু থেকে পরিত্রান পাওয়া যাবে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগারে কারাবন্দীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষয়ক মতবিনিময়েে উপরোক্ত কথা গুলো বলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল।পরে কারাগারের মধ্যে বিভিন্ন ইউনিটের ড্রেন, ঝোপঝাাপ ও জলাশয়ে ফগার মেশিনের সাথে এডিশ মশা মারার ঔষধ ছিটান জেলা প্রশাসক। পরে তিনি সাতক্ষীরা কারাগারের সামনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গুর সচেতনতার লিফলেট বিতরন করেন।

উল্লেখ্য: মহান আগষ্ট মাস শোকের মাস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছেন।তারই ধারাবাকতায় ১ দিন ১ ঘন্টা কর্মসূচীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্যদিয়ে জেলা প্রশাসক অত্যান্ত দক্ষতার সহিত ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এক প্রশ্নের উত্তরে জেলা ম্যাজিস্ট্রেট বলেন সাতক্ষীরা জেলাকে ডেঙ্গু মুক্ত না পর্যন্ত  আমাদের মশা নিধোনের ক্রাস অভিযান অব্যহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন