পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার বালক এর এতিমদের মাঝে নতুন পোষাক বিতরণ, ডেঙ্গু ঝুকি মোকাবেলা, প্রস্তুতি সচেতন মুলক আলোচনা ও এডিস মশা নিধনে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) বিকালে পুরাতন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার চত্বরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শিশু পরিবারের ৪৮ জন এতিমদের হাতে ঈদের এ নতুন পোষাক তুলেদেন।

এর আগে জেলা প্রশাসক এতিমদের শারিরীক এবং তাদের দৈনিক খাবারে খোজ খবর নেন। এ সময় তিনি এডিস মশা নিধন কার্যক্রম সম্পর্কে তাদের বলেন, এটি ডেঙ্গুর বিরুদ্ধে সমম্বনিত উদ্যোগ তোমরা প্রতিদিন এক ঘন্টা, তোমাদের ক্যাম্পাস পরিস্কার করবা, মশাড়ী টানিয়ে ঘুমাবা আর জ¦র হলে তোমাদের ম্যাডামকে বলবা, তিনি তোমাদের ডাক্তার দেখিয়ে ডেঙ্গু কিনা পরিক্ষার ব্যবস্থা করবে।
এ সময় এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশিষ সরদার, শিশু পরিবারের উপতত্তাবধক আয়শা খাতুন, সহকারি শিশু পরিবারের তত্তাবধক মাহমুদ হোসেন, সহকারি শিক্ষক মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

-ডেইলি সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন