খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহ জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ সকাল ০৮.৩০ ঘটিকায় সোনাডাঙ্গা থানাধীন বায়তুন নূর কমপ্লেক্সের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করে।র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।পরে র‌্যালি শেষে বাংলাদেশ বেতার, খুলনায় জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মানিত পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা।

পরে একই দিন বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সন্মেলন কক্ষে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম।

শোক র‌্যালি ও পূষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা সহ সকল উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কেএমপি’র সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন