খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক জানান, ডেঙ্গুজ¦রের প্রকোপ মোকাবেলায় নগরীর আবাসিক এলাকার জনপ্রতিনিধিদের নেতৃত্বে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন। সরকারের সকল বিভাগের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে। খুলনায় এপর্যন্ত পাঁচশত ৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। খুলনায় ডেঙ্গু শনাক্তকরণ কিটের কোন স্বল্পতা নেই। ডেঙ্গু শনাক্তকরণ কিট সংগ্রহের জন্য জেলা হাসপাতালে ১০ লাখ এবং প্রতি উপজেলা হাসপাতালকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর আলোকে সরকারি দপ্তরসমূহে গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার তথ্য জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে সরকারি দপ্তরসমূহ অধিকতর জনবান্ধব হওয়া প্রয়োজন। তথ্য অধিকার আইনের আওতায় প্রাপ্ত আবেদন এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের তথ্য নিয়মিত জেলা প্রশাসনকে অবিহিত করতে হবে। পাশাপাশি সকল দপ্তরে ই-নথি ব্যবস্থাপনা চালু করা এখন সময়ের দাবি। শতভাগ বিদ্যুতায়িত উপজেলা সমূহে বিদ্যুৎ বিভ্রাটের বিষয় উল্লেখ করে বিদ্যুৎ বিভাগকে জনভোগান্তি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃজিয়াউর রহমান সহ সকল উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ,      জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন