সম্প্রতি সাতক্ষীরা জেলায় কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টি হওয়াতে শহর থেকে শুরু করে গ্রামে-গঞ্জে স্কুল-কলেজের আঙিনাতে বৃষ্টির পানি জমে জনদূর্ভোগের সৃষ্টি হয়।বিষয়টি পত্রপত্রিকায় আসলে দৃষ্টি পড়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের।তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী জমে থাকা বৃষ্টির পানি পরিস্কার করতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামেন বাঁকাল বাইপাস সড়কের পাসে অবস্থিত খালে।এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও বাইবাস সড়ক সংলগ্ন কুমিরাকুনি খালের তিনটি পয়েন্টে অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারন করেন।
এসময় লক্ষ করা যায় অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারন করার ফলে বৃষ্টিতে জমে থাকা খালের পানি দ্রুত সরে যায় এবং আসেপাসের বসবাসকৃত কৃষকদের বাড়ির উঠানের পানি ও দ্রুত গতিতে সরে যায়।যার ফলে বৃষ্টির পানি জমে জনভোগান্তি থেকে রক্ষা পায় বাইপাসের আসেপাসে বসবাসকৃত জনগণ।
এ সমন্বিত অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার ভুমি জনাব রনি আলম নূর,কৃষি অফিসার জনাব আমজেদ হোসেন,সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্য অফিসার,পৌর ভূমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।