সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামিদের নাম রাসেল শেখ ও রাশেদুল ইসলাম। তাদের একজনের বাড়ি ডুমুরিয়া থানার কৃঞ্চপুর অপর জনের বাড়ি সাতক্ষীরার আমতলা মোড়ে।

ডিবি পুলিশের সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মোহাম্মদ ইলতুৎ মিশ এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী এর তত্বাবধানে এস.আই রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই  হাফিজুর রহমান, এসআই মিজানুর রহমান, এএসআই বিষ্ণু কুমার ঘোষাল,এএসআই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা টু বৈকারীগামী রাস্তার জামতলা মোড়স্থ বাইপাস সড়কে অভিযান চালায় পুলিশ।

এসময় রাসেল শেখ ও রাশেদুল ইসলাম কে চ্যালেজ্ঞ করলে তারা তাদের ব্যাগ ফেলে পলানোর চেষ্টা কালে ডিবি পুলিশ তাদের কে আটক করে। এসময় তাদের দুই জনের কাছে থাকা ব্যাগটি তল্লাশি করে ৪ টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী আপডেট সাতক্ষীরা কে জানান,আটককৃত মাদক ব্যবসায়ী দের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক তাদের কে বিঞ্জ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন