সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল বলেছেন সাতক্ষীরা শহরে সরকারি ড্রেনের উপরে কোন অবৈধ স্থাপনা থাকবে না। ড্রেনের উপরে স্লাব দিয়ে তারপর কাঠের দোকান করে ড্রেনের পানি চলাচলে বিঘ্নিত করলে হবেনা।তিনি বলেন, ড্রেনের উপরে দোকান দেওয়ায় বৃষ্টির  পানি সরে যেতে পারছেনা বলে উপজেলা পরিষদের ক্যাম্পাসে বৃষ্টির পানি জমে আছে।আর এই বৃষ্টির জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিশ মশা।ফলে জেলা থেকে ডেঙ্গু প্রতিরোধ করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন,ড্রেন থেকে শুরু করে সাতক্ষীরা সকল সরকারি খালে কোন নেটপাটা থাকবেনা। যেখানে নেটপাটা দেখবো, সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।রবিবার সকালে সদর উপজেলার প্রশাসনের ও  ৪ নং ওয়ার্ডের পরিচচ্ছনা অভিযানে অংশ নিয়ে জেলা প্রশাসক এসব কথা বলেন। এসময় শহরের সুলতান পুর এলাকায় ড্রেনের উপরে অবস্থিত  ৫ টি দোকান ঘর অপসারণ করা হয়  । এসময় জেলা প্রশাসক ড্রেনের উপর অবস্থিত  অন্যান্য দোকানদার কে সময় বেঁধে দেন দোকান অপসারণ করার জন্যে।  


এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রনি আলম নূর,সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর ফিরোজ হাসান  সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন