ইয়ারব হোসেন : র‌্যাব সদস্যরা গত ৭ মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে ৭ টি।ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে প্রায় ৫ হাজার পিচ।র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণ ফেনসিডিলসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে।


র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্প সুত্রে জানা যায় র‌্যাবের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে গত ৭ মাসে ৬৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ফেনসিডিল মামলায় ১৭ জন, ইয়াবা ১৯ জন, গাজাসহ ১৫ জন, মদ সহ ১ জন, অস্ত্র মামলায় ৩ জন, প্রশ্ন ফাঁস মামলায় ২০ জন, জুয়াড়ি ১ জন, অন্যান্য মামলায় ৫ জনকে আটক করা হয়।

উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, ইয়াবা, অস্ত্র, প্রশ্ন ফাঁস চক্রের সদস্য,মদ, গাজা, কষ্ঠি পাথর, সীমানা পিলার ।

এছাড়াও র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প  অভিযান চালিয়ে সাতক্ষীরার কলারোয়া থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ হোতাসহ ২১ সদস্যকে আটক করতে সক্ষম হয়।  পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাাজির করে প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তদের মধ্যে ৫ জন মূল হোতা ও বাকী ১৭ জন পরিক্ষার্থী ছিলেন।

র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার লেঃ এম মাহমুদুর মোল্যা জানান,র‌্যাবের মহাপরিচালক  ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প   জঙ্গি- সন্ত্রাস ও  মাদক বিরোধী অভিযানে র‌্যাব সদস্যরা অগ্রনী ভুমিকা পালন করে চলেছে। মাদক , অপহরণ ও বনদস্যু দমনে সফল অভিযান পরিচালনা করে আসছে। মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন। মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব জিরো টলারেন্স দেখাবে।গুজবসহ কোন অপরাধের সঙ্গে র‌্যাব সদস্যরা আপোসহীন থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন