শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শহরের মাধবকাটি এলাকার লস্কর পেট্রোলপাম্পের সামনে থেকে তাদের কে আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের সূত্র জানায়,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী জেলা গোয়েন্দা শাখা(ডিবি) সাতক্ষীরা এর তত্বাবধানে এস.আই রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই মোঃ হাফিজুর রহমান, এস.আই মিজানুর রহমান এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার রাত ৯ টার দিকে   ছয়ঘরিয়ার পেট্রোল পাম্প একালায় একটি আলমসাধু ইঞ্জিন ভ্যানকে তল্লাশি করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা সহ আসামী মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মোঃ ওয়াজেদ আলী , সাং- কেড়াগাছি চারাবাড়ী , থানা- কলারোয়া, আসামি মোঃ মিঠু হোসেন(ড্রাইভার) (২৪) পিতা- মৃতঃ ইউসুফ আলী সরদার, সাং- হাওয়ালখালী, থানা- সাতক্ষীরা উভয় জেলা- সাতক্ষীরা,আসামি মোঃ শওকত আলী (৬০), পিতা- মৃতঃ আবুল হোসেন সাং- থুকড়া শান্তিনগর, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা কে সাতক্ষীরা থানাধীন বেতলা গ্রামস্থ মেসার্স লস্কর ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর হইতে গরু বহনকারী ইঞ্জিন চালিত আলম সাধু ভ্যানটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাতক্ষীরা।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী আপডেট সাতক্ষীরা কে বলেন গরু বহন কারী একটি ইঞ্জিন চালিত আলম সাধুর মধ্যে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। তিনি আরো বলেন আকটকৃত দের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন