কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধিকার জন্মতিথি উৎসব উদযাপিত হয়েছে। কলারোয়া পৌরসভাধীন ঝিকরা পাড়ুইপাড়া কালী মন্দিরে জন্মতিথি উৎসব উদযাপনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়েছে। বেলা ৩টার দিকে মন্দির চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এড: মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া পূজা উৎযাপন পরিষদের সভাপতি মনোরজ্ঞন সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়রপদ প্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা সহকারি অধ্যাপক কমরেড আবুল খায়ের, সনাতন ধর্মীয় নেতা হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, মাস্টার উত্তম কুমার, জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, ধর্মীয় নেতা নরেন্দ্র নাথ ঘোষ, লক্ষন চন্দ্র বিশ্বাস, সুনিল দাশ, সঞ্জয় কুমারসহ বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ। উৎসবে শ্রী রাধিকার অভিষেক, মঙ্গল আরতি, ভগবত আলোচনা ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে বলে মন্দির কমিটিরি নেতৃবৃন্দ জানান। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি এড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন যৌথভাবে ’ঝিকরা পাড়ুইপাড়া কালী মন্দিরের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান ঘোষণা ও মন্দির চত্ত্বরে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন