আসাদুজ্জামান আসাদ(কলারোয়া): কলারোয়ার প্রতিটি এলাকা পরিস্কার পরিছন্ন রাখার জন্য স্প্রে মাধ্যমে ডেঙ্গু মশা নিধন করতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের গ্রাম পুলিশ দিয়ে ডোবা নালা স্প্রে করে এলাকাবাসীকে ডেঙ্গু মশার হাত থেকে রক্ষায় এগিয়ে আসতে হবে। সোমবার (৯সেপ্টম্বর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্য সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল । উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে, আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজনীন খুকু, পৌর সভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাহবুবুর রহমান মফে, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, সামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম মনি, রবিউল হাসান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সমবায় অফিসার নওশের আলী, কলারোয়া শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আব্দুর রব, আখতার আসাদুজ্জামান চান্দু, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনের অনুষ্ঠিত সভায় ডেঙ্গুর পরিস্থিতি পর্যালোচনা এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয় তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল তার বক্তব্য আরো বলেন-কলারোয়ার সোনাবাড়ীয়া এক গৃহবধু ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে তার বাড়ীতে ইউএনও কে পাঠিয়েছিলেন। তিনি নিজেই ওই বাড়ীতে যাবেন এবং সমবেদনা জানাবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন