দূর্যোগ ঝুঁকিহ্রসকরণ নেটওয়ার্ক গঠনে ‘জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সার্কিট হাউজ হলরুমে জেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির আয়োজনে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল।
ইউএসএআইডি,র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগিতায় ও জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় সভায় পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ সাদিকুর রহমান, জেলা কৃষি উপপরিচালক অরবিন্দ বিশ^াস, নবযাত্রা এনজিওর কোঅডিনেটার মোঃ আণোয়ারুল কবির, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর হক দোলনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএসএআইডি,র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার কর্মকর্তাসহ জেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন সমগ্র বিশ্বে উন্নত রাষ্ট্রনায়কদের মধ্যে চিন্তাশিল রাষ্ট্র নায়কের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আছে। তিনি নিজের জন্য না সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। তিনি বলেন দূর্যোগের সময় তাড়াহুড়ো করে উদ্ধার না করে। দূর্যোগের আগে উদ্ধারের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাতে মানুষের জান-মালের ক্ষতি কম হবে। দূর্যোগে বাংলাদেশের যে অর্জন তা দেখে বিশে^র অনেক উন্নত দেশ অনুকরণ করে। নেটওয়ার্কিং ব্যবস্থাকে শক্তিশালি ও আধুনিকায়ন করে বাংলাদেশের এ সুনাম আরোবৃদ্ধি করতে হবে। এ জন্য এ কমিটিকে প্রতি তিনমাস বা তার কম সময়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মিটিং করতে হবে। এ মিটিংএর সুপিারিশ গুলি প্রধানমন্ত্রী বরাবর পৌছানোর চেষ্টা করতে হবে। এ সুপারিশ তার হাতে পৌছালে নিশ্চয় তিনি আমাদের দূর্যোগে করণীয় দিক নির্দেশনা দেবেন। তা আমাদের জন্য সহজ হবে। যারা এ কমিটির সদস্য কিন্ত সে বা তার প্রতিনিধি এ মিটিংএ উপস্থিত হয় না তাদের প্রতি অসন্তষ প্রকাশ করে বলেন, ভবিষতে যারা এধরনের কাজ করবেন তারা সরকারের উন্নয়ন ও পলিসি বিরোধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষ তিনি ডেঙ্গু প্রতিরোধ, প্রাণসায়ের খাল দুষণ মুক্ত, দুপারের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ ও জলাবদ্ধতা নিরসনে খালের নেটপাটা আপসারণের কথা বলেন।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক চত্বরে দূর্যোগ কালিন প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
Patrodut net