মাহফিজুল ইসলাম আককাজ: সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গ্রাম হবে শহর’ সে লক্ষ্যে দেশে উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে। সদর উপজেলায় প্রায় শতভাগ বিদ্যুতায়ন হতে যাচ্ছে। কোন রাস্তা-ঘাট কাঁচা ও চলাচলের অনুপযোগি থাকবেনা। কোন সাঁকো থাকবেনা। সব ব্রিজ কালভাট হবে। আমার নির্বাচনী এলাকার মানুষকে শান্তি ও স্বস্তিতে রাখতে চায়। জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করাই জনপ্রতিনিধিধের মূল কাজ।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি মো. আনিছ উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।