মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ০৪ টি ওয়ার্ডে কার্পেটিং পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় প্রকল্পের আওতায় এ ০৪টি রাস্তা নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ০৪টি ওয়ার্ডে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ০৯টায় পৌরসভার ০৫নং ওয়ার্ডে মেঝ মিয়ার মোড় হতে মিয়া সাহেবেরডাঙ্গী মায়াকানন নার্সারী পর্যন্ত ৮০০ মিটার রাস্তা ২৯ লক্ষ ৫ হাজার ৫শ৮৫ টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, সকাল ১০টায় পৌরসভার ০৩নং ওয়ার্ডে পুরাতন সাতক্ষীরা হাটখোলা হতে হরিতলা অভিমুখে ৮১০ মিটার রাস্তা ২৫ লক্ষ ১৭ হাজার ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডে সংগ্রাম হাসপাতালের সামনে মধুমাল্লারডাঙ্গী হতে আতিয়া জামে মসজিদ অভিমুখে ৭৫০ মিটার রাস্তা ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়, বেলা ১টা৪৫মিনিটে পৌরসভার ০৭ নং ওয়ার্ডে ইটাগাছা মানিকতলা মোড় হতে বটতলা অভিমুখে ৬৫০ মিটার রাস্তা ২৬ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পিচের রাস্তা কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, পৌরসভার ০৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ০৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শেখ শাহীনুর রহমান বাবু, হাফিজুর রহমান খান বিটু, মো. আব্দুর রাজ্জাক, মো. আসাদুর রহমান, নাজমুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন