সাতক্ষীরায় পর্নোগ্রাফি মজুদ ও বিক্রয়ের আপরাধে ৬ জনকে আটকসহ ১১ টি পর্ণোগ্রাফি ভিডিও ভর্তি হার্ডডিস্ক কম্পিউটার (cpu) উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের লাবনী সিনেমা হল মার্কেটের দ্বিতীয় তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়ে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অপরাধে ছয়জনকে আটক ও পর্ণগ্রাফিতে ভরপুর ১১ টি কম্পিউটার জব্দ করেছে সদর থানা পুলিশ।


আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে সুভাষ সরকার,পুরাতন সাতক্ষীরা নাথপাড়ার বলাই চন্দ্র বিশ্বাসের ছেলে শ্যামল কান্তি বিশ্বাস,নীরদ চন্দ্র কর্মকার এর ছেলে গোপাল চন্দ্র কর্মকার,বাগানবাড়ি এলাকার মোজাফফরের ছেলে আফজাল হোসেন,আশাশুনি উপজেলার গড়ালী গ্রামের গফফার গাজীর ছেলে মোঃ রায়হান হোসেন,দেবহাটা উপজেলার চর বালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানিয়েছেন,বহুদিন ধরে সাতক্ষীরা শহরের লাবনী সিনেমাহলের দ্বিতীয় তলায় পর্ণগ্রাফির ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে লাবনী সিনেমাহলের দ্বিতীয় তলার মার্কেটের কয়েকটি দোকানে কম্পিউটারে হার্ডডিক্স ভরা পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। এ সময় সেখান থেকে ৬ জনকে আটক ও ১১টি কম্পিউটার পর্নোগ্রাফি ভিডিও তে ভর্তি হার্ডডিক্স উদ্ধার করা হয়।তিনি আরো জানান,আটককৃতদের পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন