২১ আগস্ট সংগঠিত হয়ে ১৫ আগস্টের ধারাবাহিকতা। ১৫ আগস্টের সেই নৃশংসতার বিচার করা যাবে না, এভাবেই আইন করা হয়েছিল। এ রকম নিকৃষ্ট ঘটনা পৃথিবীর ইতিহাসে আর একটিও ঘটেনি।গত’বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা কালসারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসবকথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, সিনিয়র আইনজীবি ড. কুতুব উদ্দিন চৌধুরী, বাচসাস সভাপতি ফাল্গুনী হামিদ, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম, চলচ্চিত্র প্রযোজক ও যুবলীগ নেতা এনামুল হক আরমান।

ফাল্গুনী হামিদ বলেন, ‘১১ জানুয়ারির পর প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কতটা গতিহীন ও ছন্দবিহীন। এত দিনে এটুকু প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার জীবন কর্মবহুল ও বৈচিত্র্যে ভরপুর। এখন এটি শুধু একটি নামই নয়, একটি প্রতিষ্ঠান।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন