বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সীমান্ত কখনও বাধা হয়ে দাঁড়ায়নি; বরং বন্ধুত্বের সম্পর্ক সবসময় সুদৃঢ় হয়েছে। মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বিশ্বে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা তুলে ধরেছে তা অবিস্মরণীয়। আর তাই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের ভিত্তিতেই বহমান। বর্তমানে সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হচ্ছে।
রোববার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় বাংলাদেশ-পশ্চিমবঙ্গ (ভারত) সীমান্ত যৌথ পরিদর্শনের জন্য আগত প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। বাংলাদেশের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তাসলিমুল ইসলাম ও পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের পরিচালক অভানিন্দ্র সিংসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সাতক্ষীরার সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।