সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও পনের বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ী নজিমন বেগম ঝাউডাঙ্গার কামারবাসা গ্রামের মৃত মোসলেম সরদারের মেয়ে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রতিবেদক কে জানানো হয়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এর তত্বাবধানে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মানিক শাহ্, এসআই কবির, এএসআই নূরনবী, কন্সটেবল গফ্ফার ও কনস্টেবল একরামুলের সমন্বিত টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কামারবাসা গ্রামে মাদক ব্যবসায়ী নজিমন বেগমের বাড়ি অভিযান চালায়।অভিযান শেষে নজিমন বেগমের বসত বাড়ির গোয়ালঘরে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা সহ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গার কামারবাসা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী নজিমন বেগম কে আটক করা হয়েছে।তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।