সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মির্জাপুর বেনেখালী গ্রামে সোমবার রাত ১১ টায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তাস, টাকা, মোবাইল ও পলিথিন উদ্ধার করা হয়।
জানা যায়, মির্জাপুর বেনেখালী গ্রামে জনৈক মোঃ আবুল ওহাবের বাড়িতে দীর্ঘদিন ধরে এলাকার জুয়াড়ীরা তাসের মাধ্যমে তিন কার্ড ও কল ব্রীজ খেলা করে আসছিল। এই জুয়ার বোর্ডের ফলে দিন দিন এলাকায় অপরাধ কর্মকান্ড বেড়েই চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামান, এ,এস,আই শিল্লুর রহমান ও এ,এস,আই কুতুব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার বোর্ডে হানা দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়ী আটক হয়। তাদের কাছ থেকে ৪১১২ টাকা, ১ জোড়া তাস, ৪টি মোবাইল, পলিথিন সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু জুয়াড়ী দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ৬ জুয়াড়ী হলো ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত পতিত পবন দত্ত (৫০), মির্জাপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন সরদারের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক (৪৫), উত্তর গাভা জেলেপাড়া গ্রামের মৃত চন্ডিচরণ দাশের পুত্র সুকুমার দাশ ওরফে পাঁচু (৪০), বেনেখালী গ্রামের আব্দুল বারি সরদারের পুত্র মোঃ মইনুর রহমান (৩৫), উত্তর ফিংড়ী গ্রামের মোঃ গোলাপ গাইনের পুত্র মোঃ হারুন গাইন (৪০) ও দক্ষিণ ফিংড়ী গ্রামের মৃত সামসুদ্দিন মোড়লের পুত্র মোঃ আব্দুল কাদের (৫৫)।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠিন অভিযান চলছে। অপরাধ করে কেউ পার পাবে না। আটক জুয়াড়ীদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-৩, তাং-০১/১০/২০১৯।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন