সাতক্ষীরা জেলার প্রধান প্রধান পূজা মন্ডপ পরিদর্শন পূর্বক  মন্দির দর্পন নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত ডিআইজি) প্রশাসন এন্ড ফিন্যান্স জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (বার)।

শনিবার সন্ধায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে আগমন করলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর অতিরিক্ত ডিআইজি শহরের নারিকেল তলা মোড়ে অবস্থিত ও পুরাতন সাতক্ষীরায় অবস্থিত শহরের সর্ব বৃহৎ পূজা মন্ডপ পরিদর্শন করেন।পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও মন্ডপে আগত বিভিন্ন সনাতন ধর্মীর মানুষ দের সাথে মতবিনিময় করেন।

পরে পূজা মন্ডপে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা উপভোগ করেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)।

সাংস্কৃতিক সন্ধা শেষে অতিরিক্ত ডিআইজি পূজা মন্ডপে মন্দির দর্পন নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন , তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারাণ চন্দ্র সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন