মাহফিজুল ইসলাম আককাজ: মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোর) বিকালে ফিংড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণলয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলে যদি তার পাশের বাড়ির খবর নেয় তাহলে কোন সমস্যা সৃষ্টি হতে পারেনা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ইউপি সদস্য মহাদেব ঘোষ। এসময় এলাকার অসংখ্য নারী পুরুষ উঠান বৈঠকে অংশ নেয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন