কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ডুমুরিয়ার  ভৈরব নদে দূর্গা মাকে বিসর্জন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে  ফুলতলায় ভৈরব নদের মাঝে ভাসলো তরী। দুই বাংলার মিলন মেলা না হলেও চোখের দেখা আর হাতছানির মধ্য দিয়ে শেষ হলো হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন।

এই উৎসবের আনন্দ উপভোগ করাতে দু-দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল চোঁখে পড়ার মত। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই  ভৈরব নদে বিসর্জন দেওয়া হয় বিভিন্ন মন্দিরের দেবী দূর্গা মাকে।

দিনটি শুরুর শুরুতে খুলনা ফুলতলায় ভৈরব নদের পাড়ে জনতার ভীড়ে ছিল মুখরিত। নদীর পাড়ে তিল পরিমান ঠাই ছিল না আনন্দ প্রিয় মানুষের।

ফুলতলার ভৈরব নদে আনন্দ উৎসব উপভোগ করতে আসেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব সজিব খান,ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব সহ খুলনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা গণ প্রতিমা বিসর্জনের এই  আনন্দ উপভোগ করতে ভৈরব নদে আসেন এবং নৌকার উপরে বসে তারা প্রতিমা বিসর্জন উৎসব উপভোগ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন