শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সারাদেশে সাতক্ষীরার অধিবাসী চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠন “ডক্টরস্ এন্ড মেডিকেল স্টুডেন্টস্ ফ্রম সাতক্ষীরা” -এর পক্ষ থেকে বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সংগঠনের আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ -এর সাথে সাক্ষাত করেন ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করেন। রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাতক্ষীরাবাসীর কাছে তার সুস্বাস্থ্যের জন্য আশীর্বাদ কামনা করেন এবং সাতক্ষীরাবাসীসহ দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমানে ধর্মীয় উগ্রবাদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মানবতাই ধর্মের শাশ্বত বাণী। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদ অসহিষ্ণুতার জন্ম দেয়, সামাজিক শৃঙ্খলার বিঘœন ঘটায়।

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আসার আহ্বান জানায়, অন্যায় ও অসত্য থেকে দূরে থাকতে ও মানবতার মুক্তির পথ দেখায়। রাষ্ট্রপতি বলেন, আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐহিত্য। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে লালন করতে হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন সুসংহত করতে হবে।

– প্রেস বিজ্ঞপ্তি ।।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন