ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন যেকোন মূল্যে অবাধ ও নিরপেক্ষ করতে হবে। তিনি ভয়ভীতি বাধা উপেক্ষা করে সকলকে নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, আঞ্চলিক নির্বাচন অফিসার(খুলনা)ইউনুস আলী, জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, মহেশপুর উপজেলায় ১১২টি কেন্দ্রের জন্য ১১৬জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপজেলায় ৬৪২টি বুথে ২লাখ ৫২ জাহার ৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লাখ ২৭ হাজার ১৮৯ জন পুরুষ এবং ১ লাখ ২৪ হাজার ৯০২জন মহিলা ভোটার রয়েছেন। আগামী ১৪ই অক্টোবর এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন