খুলনা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে খুলনা শিরোমনি পুলিশ লাইন্সে খুলনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।সভায় সম্প্রতি অনুষ্ঠিত শারদীয় দূর্গাপুজায় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় পুলিশ সুপার সকল ইউনিটের পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।মাসিক কল্যাণ সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা জেলা পুলিশের বিভিন্ন পদপর্যাদার পুলিশ সদস্য কে ভালো কাজের অবদান স্বরুপ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।সভায় বিভিন্ন থানার পুলিশ সদস্যগণ তাদের দায়িত্ব পালনকালে সৃষ্ট সমস্যা সমূহ উপস্থাপন করেন পুলিশ সুপারের নিকট। এসময় পুলিশ সুপার তাদের সমস্যা সমূহ ধৈয্য ধরে শোনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় পুলিশ সুপার বলেন খুলনা জেলায় কোন রকম মাদক-জঙ্গী ও সন্ত্রাসী থাকবেনা।তিনি বলেন সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন কোন নিরিহ মানুষ কে হয়রানি করা যাবেনা। নিরিহ মানুষ কে হয়রানি করলে আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় শাস্তি নিশ্চিত করবো।

জেলা পুলিশের কল্যাণ সভায় এসময় খুলনা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সজিব খান,সহকারী পুলিশ সুপার ক সার্কেল,ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব, পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ,বিশেষ শাখার ডিআইওয়ান সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন