আলতাফ হোসেন বাবু : জ্রপাতে মৃত্যু ঠেকাবে তালগাছ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উক্তিকে প্রতিপাদ্য করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরায় ১৯৭১টি তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দুই ধরে আনুষ্ঠানিক ভাবে তালের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।
তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি সাতক্ষীরা শাখার সভানেত্রী পুলিশ সুপার পত্নী নাদিরা আফরোজের নারী পুলিশের একটি চৌকস দল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,কালিগঞ্জ সার্কেল এডিশনাল এসপি জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দীন, দেবহাটা সার্কেল এএসপি ইয়াছিন আলী, ডিআইওয়ান মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা
প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু সহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।