এস আই ক্যাটাগরীতে জেলার প্রথম হলেন সাব-ইন্সপেক্টর নুর আলম খান।।

দ্বারা zime
০ মন্তব্য 406 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলায় প্রথম ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা থানার এসআই মো: নূর আলম খান।
রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে মাদক ও অস্ত্র উদ্ধারে ব্যাক্তিগত পারফর্মেন্স হিসাবে আগষ্ট/১৯ এ জেলার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় ১ম পুরুষ্কার হিসাবে প্রাইজ মানি ২০০০ টাকা সহ সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) ।

এছাড়া সেপ্টেম্বর/১৯ এ সাতক্ষীরা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা   জেলায় ২য় স্থান অধিকার করায় ২য় পুরুষ্কার হিসাবে প্রাইজ মানি ১৫০০ টাকাসহ সার্টিফিকেট ও ক্রেষ্ট অর্জন করেন এবং ওয়ারেন্ট তামিলে জেলায় ১ম স্থান অধিকার করায় প্রাইজ মানি ১০০০ টাকা প্রদান করেন পুলিশ সুপার। সূত্র জানায়, সর্বমোট ২টি সার্টিফিকেট, ২টি ক্রেষ্ট ও নগদ ৪৫০০ টাকার প্রাইজ মানি অর্জন করেন সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃনুর আলম খান।

সূত্র আরো জানায় অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।এছাড়া অপরাধ দমন ও আইন-শৃংখলা স্বাভাবিক রাখায় জেলা পুলিশের অপরাধ সভায় সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান টানা ১৪ মাসে ১৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছে। এছাড়া সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর তারিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টর তাসলিম উদ্দিন,এএসআই নূর নবী ও এএস আই নাসির উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করে পুলিশ সুপারের নিকট থেকে  চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।                  

  







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন