সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন ডিবির সাব-ইন্সপেক্টর হাফিজুর রহমান।

রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

সূত্র জানায়,জেলা ব্যাপি রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক,অস্ত্র উদ্ধার,জুয়ার বোর্ডে অভিযান,ভ্যান চালক শাহীনের ভ্যান ছিনতাই কারীদের গ্রেপ্তার করে ইত্যাদি বিষয় গুলো মূল্যায়ন পূর্বক ডিবির এসআই হাফিজুর রহমান কে জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।এছাড়া অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।

অপর দিকে অপরাধ দমন ও আইন-শৃংখলা স্বাভাবিক রাখায় জেলা পুলিশের অপরাধ সভায় সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান টানা ১৪ মাসে ১৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছে। এছাড়া সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর তারিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টর তাসলিম উদ্দিন,এএসআই নূর নবী ও এএস আই নাসির উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করে পুলিশ সুপারের নিকট থেকে চৌকশ পুলিশের সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

জেলা পুলিশের  অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) । সভায় অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, চার্লি টেঙ্গু ওয়ান কামরুল ইসলাম, টেঙ্গু টু মোমিন হোসেন,   ডিএসবি পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার গণ অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।                                                           





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন