অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাঁশি খাবার বিক্রির অপরাধে শহরের বিনেরপোতা বাজারের তিনটি হোটেলে অভিযান চালিয়ে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়,মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বিনেরপোতা বাজারের মিষ্টির দোকান সহ কয়েকটি খাবার হোটেলে অভিযান চালায়। হোটেলে ঢুকে ইউএনও দেখতে পান খাবার হোটেলে সিংড়া বানানোর কড়াইতে কালো পামওয়েল। ময়রা কে জিঞ্জাসা করলে ময়রা বলেন স্যার হোটেলের কড়ার তৈল কখনো পুরাতন হয়না।একটু কমে আসলে আবার একটু পামওয়েল ঢেলে দেই। এভাবে মাসের পর মাস পরেটা, চপ,পুরি,সিংড়া ইত্যাদি খাবার সমূহ আমরা কেনো সব হেটেলেই তৈরি করে।এসময় ময়রার কথা শুনা নির্বহী অফিসার হতবাক মেরে যান এবং ময়রা কে বলেন তোমাদের কারনেই তো মানুষের ঘনঘন ডাক্তারের বাড়িতে যেতে হয় পেটের ট্রাবোলের জন্যে।অতপর নির্বাহী অফিসার দুটি মিষ্টির দোকান ও একট খাবারের হোটেলের মালিক কে ১৪ হাহার ২০০ টাকা জরিমানা প্রদান করেন এবং তাদের কে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি করার নির্দেশনা দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সাতক্ষীরা সদর থানা পুলিশ সার্বিক ভাবে মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন