সিটিজেন জার্নালিষ্ট, সাতক্ষীরা: সরকারি খালে নেট পাটা দিয়ে জলাবদ্ধতা তৈরি করার অভিযোগে আলিপুর ইউনিয়নের গাংনিয়ার ভাড়ুখালী খালে অভিযান পরিচালনা করা হয়।সূত্র জানায় সাতক্ষীরা জেলার এনটিভির ক্যামেরা পার্সোন শেখ আরিফুল ইসলাম তার ফেইজবুক আইডি Asha Islam আই ডি থেকে গাঙনিয়া ব্রিজের নিচে খালে নেট পাটা দিয়ে মাছ ধরছে এমন অভিযোগ লিখে জেলা প্রশাসক সাতক্ষীরার অফিসিয়াল ফেইজবুক আইডি ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন আইডিতে ট্যাগ দিয়ে পোষ্ট করেন বুবধার দুপুর ৩ টার দিকে।এসময় পোষ্চটি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের চোখে পড়া মাত্রই তিনি সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী কে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান সাতক্ষীরা সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী।
ঘটনাস্থলে গিয়েই তিনি উক্ত অভিযোগের সত্যতা পান। এসময় নির্বাহী অফিসার সেখানে মোবাইল কোর্ট চালিয়ে খালের নেট পাটা অপসারণ করেন এবং অভিযুক্ত আসামী কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এসময় সাতক্ষীরা সদর থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা করেন।অভিযান চলাকালে আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আব্দুর রউফ, প্রভাসক আতাউর রহমান সহ অন্যান্য গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাসংঙ্গত : কয়েক সপ্তাহ আগে ব্রিজের নিচের নেটপাটা গুলো সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন অপসারণ করে দেন কিন্তু পরবর্তীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে পুণরায় নেটপাটা দিয়ে জলাবদ্ধতা করে মাঝ শিকার করা হয়।