“গুজবে কান দিবেন না,গুজব ছড়াবেনা “উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলায় গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার ঈমাম-মুয়াজ্জিন দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বেলা ১১.৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে গুজব প্রতিরোধে সচেতনতা মুলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুল্যবান ব্যক্তব্য রাখেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হুসাইন শওকাত।
মতবিনিময় সভায় ভোলার ঐ ঘটনা উল্লেখ করে প্রধান অতিথি বলেন গুজব ছড়াবে একজন আর সেই গুজবে কান দিয়ে শতশত মানুষকে মিটিয়ে মেরে ফেলা হবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা।তাই কেউ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াবেনা এবং গুজব ছড়িয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করবেন না। তিনি বলেন সম্প্রতি পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজব উঠেছিল কিন্তু সরকার সেই গুজব কঠোর ভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। তাই সবাই গুজবে কান দিবেন না ও গুজব ছড়াবেন না।মতবিনিময় সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মসজিদের ঈমাম – মুয়াজ্জিন সহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সভা শেষে নির্বাহী অফিসার অংশ গ্রহণকারীদের মাঝে নাস্তার প্যাকেট বিতরণ করেন।