মাদক ও জঙ্গিবাদ নিয়ন্রণ এবং ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কারাগার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় কারাগারে বন্দী কয়েদি হাজতিদের নিয়ে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
শনিবার জেলা কারাগার আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকজন কারাবন্দি মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পত্নী লাভলী কামাল, সিভিল সার্জন শেখ আবু শাহীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কোন মানুষই অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না। কখনো ভুল করে, সঙ্গ দোষ বা কষ্ট পেয়ে মানুষ অপরাধ এর সাথে যুক্ত হয়। তাই এই ছোটখাটো অপরাধকে ভুলে ভবিষ্যতে যেন সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় তার চেষ্টা করতে হবে।

এ সময় জেলা প্রশাসক সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কারাবন্দীদের প্রশিক্ষণ প্রদান ও কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার জেলা কারাগারকে সংশোধনাগার পরিণত করা। এ লক্ষ্যে সাতক্ষীরা জেলা কারাগার হবে বাংলাদেশের অন্যতম কারা সংশোধনাগার।

এসময় জেলা প্রশাসক পত্নী ও লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল কারাবন্দীদের ভবিষ্যতে এই ধরনের অপরাধ যুক্ত না হতে এবং পরিবারের কথা মাথায় রেখে অপরাধ কর্মে ও মাদক সেবন হতে বিরত থাকতে অঙ্গীকারাবদ্ধ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন