শেখ ফারুকঃ জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান এঁর স্মরণসভা ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘পিতা-মাতার স্বপ্ন পুরণ করে আগে ভাল ডাক্তার হতে হবে পরে অন্য কিছু। ডা. এম.আর খান ছিলেন একজন অধ্যাতিক ক্ষণজন্মা ও কিংবদন্তী মানুষ। তিনি সাতক্ষীরা সমিতিসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তার সৃষ্টিগুলি রক্ষা করা আমাদের দায়িত্ব। ডা. এম.আর খান এঁর মত জীবন্ত কিংবদন্তী ডাক্তার হতে পারলেই তোমাদের পরিশ্রম সার্থক হবে।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ্উদ্দিন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, বিএম’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. আব্দুল লতিফ প্রমুখ। মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তৌফিকা রহমান নেহা ও শেখ গালিবুর রহমান প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল কাদের।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলজেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যণার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরা, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক দ্বীনবন্ধু মিত্র, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। আলোচনা সভা শেষে মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ সাতক্ষীরা জেলার ৩৩জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন