সাতক্ষীরা জেলার মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে  উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),সিভিল সার্জন ডা: আবু শাহীন,৩৩ বিজিবির সিইও সহ সাত উপজেলার নির্বাহী অফিসার গণ।

সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:আবু সাঈদ।
সভায় পরে সকল বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলার আইন-শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মর্মে সভায় সিদ্ধান্ত হয়।

জেলার সকল সরকারি দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক সবাই’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন