বাংলাদেশ পুলিশ কে আরো জনবান্ধন করে গড়ে তোলার জন্য এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।।আর পুলিশ প্রধানের দিক নির্দেশনা মোতাবেক বিভাগের রেঞ্জ ডিআইজি /মেট্রোপলিটন পুলিশ কমিশনার দের তত্বাবধানে প্রত্যেক জেলার পুলিশ সুপার গণ নিজ নিজ জেলায় নানাবিধ জনসেবা মুলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

আর তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার)      মোহাম্মদ ইলতুৎ মিশ সাধারন জনগনের পুলিশিং সেবা নিশ্চিত করতে সাতক্ষীরার আটটি থানার ডিউটি অফিসারের কক্ষে বিশেষ বিঞ্জপ্তি টানিয়ে দিয়েছেন।
উক্ত বিঞ্জপ্তিতে লেখা আছে……

এতদ্বারা সকলের অবগতির নির্মিত্তে জানানো যাইতেছে যে থানায় মামলা,জিডি বা অন্য কোন অভিযোগ গ্রহণের ক্ষেত্রে পুলিশ কতৃর্ক কোন রুপ অবহেলা, দূর্ব্যবহার,সেবা প্রদানে অস্বীকৃতি,আর্থিক লেন দেন বা হয়রানির শিকার হলে, কাঙ্খিত সেবা ও ন্যায় বিচার প্রাপ্তির নিমিত্তে নিন্মোক্ত পুলিশ কর্মকর্তার সাথে মোবাইল,ই-মেইল অথবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

কর্মকর্তার নাম : জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ
পদবী: অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),সাতক্ষীরা।

মোবাইল: ০১৭১৩-৩৭৪১৩৬
ই-মেইল : spsatkhira@gmail

উপরোক্ত বিঞ্জপ্তি টি টানানো দেখে সাতক্ষীরার সুশীল সমাজের মানুষের মধ্যে এক অন্য রকম ভালো লাগা অনুভূতি জন্মেছে।পুলিশ সুপারের এমন বিঞ্জপ্তি দেখে Mizanur Rahman নামক এক যুবক  অনুভূতি প্রকাশ করে তার  ফেইজবুকে স্টাটাস দিয়েছেন।নিচে স্টাটাস টি হুবহু তুলে ধরা হলো। 

“স্মার্ট কর্মকর্তার স্মার্ট ডিসিশন”

সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক শৃঙ্খলা রক্ষার জন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রশংসনীয় পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করবে বলে আশা করি।

ক্ষমতা চর্চার অসুস্থ প্রতিযোগিতার বিরুদ্ধে সাহসী পদক্ষেপের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এবং অপরাধ) জনাব ইলতুৎ মিশ (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মহোদয় কে আন্তরিক শ্তভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন