যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ – শ্লোগানের মধ্য দিয়ে খুলনায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী।
জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে উদ্বোধনী দিনে খুলনায় কর্মরত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপ পুলিশ কমিশনার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, কেডিএ এর প্রকৌশলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, জেল সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মোট ২৩ জন কর্মকর্তার ডোপ টেস্ট সম্পন্ন করা হয়।
খুলনা জেনারেল হাসপাতালের ডাঃ এস.এম মুরাদ হোসেন তাদের ডোপ টেস্ট সম্পন্ন করেন। পরীক্ষায় তারা সবাই মাদকাসক্ত নন মর্মে সনাক্ত হন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন