বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম স্বাভাবিক রাখতে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বড় বাজারের চালের আড়ৎ পরিদর্শন করেছেন।মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসক সাতক্ষীরার সব চাইতে বৃহৎ বাজার (বড় বাজারের) সব গুলো চালের আড়ৎ পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক আড়ৎদার ও বাজারে আগত ক্রেতাদের সাথে বর্তমান মূল্য নিয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের কে বলেন সোশ্যাল মিডিয়ায় একদল প্রতারক আছে তারা গুজব ছড়াচ্ছে যে “বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক গতিতে বাড়ছে”আমি ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই করে দেখলাম না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক আছে। বিশেষ করে চালের দাম ঠিক আছে।চালের দাম হুট-হাট করে বাড়ালে বা চাল মজুদ করে রাখলে আড়ৎদার কে জরিমানা প্রদান করা হবে বলে জেলা প্রশাসক কঠোর হুশিয়ারি দেন।ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরো বলেন এলরেডি পিয়াজের দাম কমতে শুরু করেছে,চলতি সপ্তাহে পিয়াজের দাম আরো কমে যাবে বলে জেলা প্রশাসক আস্বস্ত করেন।বাজার মনিটরিং কালে এসময় সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা প্রশাসনের বিঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ সহ সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর প্রদিপ কুমার ও সঙ্গীয় ফোর্স এসময় উপস্থিত ছিলেন।