সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রট ও জেলা  প্রশাসক এসএম মোস্তফা কামালের দিক নির্দেশনা মোতাবেক  সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ও শহরতলীয় ব্রহ্মরাজপুর বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঝটিকা অভিযান চালিয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমান আদালতে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১টি দোকান সিলগালা করে দিয়েছে।

আটককৃতরা হলো পুরাতন সাতক্ষীরা এলাকার শেখ শহিদুল ইসলামের দুই পুত্র মোস্তাফিজুর রহমান (৩৫) ও মিজানুর রহমান (৩০), ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের মৃত আকবর আলী সরদারের দুই পুত্র মেহেদী হাসান সবুজ (৩৪) ও ইমাম হোসেন সাথী (২৮) এবং উমরাপাড়া গ্রামের মোঃ ইসলাম মোড়লের পুত্র ইয়াসিন (২৫)। এরা ক্রেতাদের কাছে লবণের গুজব ছড়িয়ে চড়া দামে বিক্রির দায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে, ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী নুনগোলা গ্রামের যতীন সাধুর পুত্র দেবদাস সাধু অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যাওয়ায় তার দোকান সিলগালা করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন