সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বুধবার সকালে চাউল,পেঁয়াজ ও লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে বাজার ব্যবসায়ী সমিতির সাথে একটি মত বিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আসাদুজ্জামান বাবু,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, বাজার বিপণন কর্মকর্তা, সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এসময় তিনি সকলকে এইসব গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

ব্যবসায়ী সমিতির সভাপতি আশ্বস্ত করেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে চাউল লবণ মজুদ আছে। এত সতর্ক করণের পরেও যদি কেউ গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বলে জেলা ম্যাজিস্ট্রেট ঘোষণা দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন