সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অক্টোবর/১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের জেলার ৮ টি থানার অপরাধের ধরন বিশ্লেষণ করে বিভিন্ন ক্যাটাগরীতে অফিসার দের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরুস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার,অস্ত্র উদ্ধার,সাজা প্রাপ্ত আসামি আটক করে ১৬ মাসে ১৫ বার জেলার শ্রেষ্ঠ ওসির পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান।সূত্র জানায় তিনি তার সফলতা ধরে রেখেছেন টানা ১৬ মাসের মধ্যে ১৫ বার জেলার শ্রেষ্ঠ ওসি সন্মাননা পেয়ে।

 

অপরদিকে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অথাৎ রেকর্ড ব্রেক পরিমান ইয়াবা,ফেন্সিডিল, গাঁজা ও ভুয়া ডিবি পুলিশ আটক করে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো: মহিদুল ইসলাম।যোগদানের এক মাসের মধ্যেই তিনি ডিবি পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে লবণ গুজব ঠেকতে সাতক্ষীরা ডিবি পুলিশের তৎপরতা ছিলো প্রশংসনীয়।

এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মাদক উদ্ধার,ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার করে জেলার প্রথম ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর সন্মাননা পেয়েছেন সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর মানিক সাহা।

এছাড়া জেলার ২য় ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়েছেন কলারোয়া থানার এসআই জাকির হোসেন এবং জেলার তৃতীয় ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়েছেন সাতক্ষীরা থানার এসআই নূর আলম। অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার করে সাতক্ষীরা থানার এএসআই নুরনবী ২য় ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হয়েছেন এবং জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে পুরুস্কার পেয়েছেন কাটিয়া ফাড়ির এএসআই নাছির উদ্দীন।

অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর সঞ্চালনায় অপরাধ পর্যালোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,হেড কোয়টার সার্কেল জিয়াউর রহমান, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই কামরুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ জেলার ৮ টি থানার ওসি ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন