খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে আদালতপাড়া সরগরম। আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিকদের ভিড়। ভোটগ্রহণ কেবল শেষ হয়েছে। এরই মধ্যে হঠাৎ উৎসুক জনতার উচ্ছ্বাস। হই-চই, হাততালি, ছবি তোলা। দেখা গেল ঘোড়ার চড়ে আসছেন এক ব্যক্তি। কাছে আসার পর দেখা যায় তিনি আর কেউ নন, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম।
ঘোড়ার পিঠে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সাদা পোশাকে ছিলেন। তার গায়ে টি শার্ট, পরণে ব্লু কালারের ট্রাউজার এবং পায়ে কেডস ছিল। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হেঁটে এবং পুলিশের গাড়িও পিছনে ছিল।
পুলিশ সুপার বলেন, তিনি ভালো ঘোড়া চড়তে পারেন। এমনকি তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলেও ঘোড়া চড়তে পারে। প্রতিদিন সকালে বাবা-ছেলের ঘোড়ার পিঠে সওয়ার হওয়া রুটিন। বিকেলে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন দেখতেই তিনি ঘোড়ায় চড়েছেন। ঘোড়াটি তার নিজস্ব বলে জানান তিনি।এছাড়া জনস্রুতি আছে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম একজন প্রকৃতিপ্রেমী মানুষ। পশু-পাখিকে তিনি খুব ভালোবাসেন। পাখি শিকার কারীদের প্রতি তিনি সর্বদা জিরো টলারেন্স নীতি প্রদর্শন করেন।