“ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ-২০১৯ (২৫ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) পালন ও খুলনা রেঞ্জের ১০ টি জেলায় ই- ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম এর শুভ উদ্বোধন” ঘোষনা করা হয়েছে।
আজ ২৫-১১-২০১৯ খ্রি. বাগেরহাট জেলার কাটাখালী শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ-২০১৯ (২৫ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) পালন ও ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম (ইটিপিএফএস) এর শুভ উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
এর আগে সকাল ১০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জাধীন ১টিঁ জেলার পুলিশ সুপারদের সাথে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও ইউসিবি ব্যাংক এর চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন বলেন, দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং ডিজিটাল হচ্ছে। সেই সাথে সরকারের অংশীদার হিসেবে পুলিশও ডিজিটালাইজেশন হচ্ছে, ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিষ্টেম তারই একটি অংশ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরন ও জনগণের দোড়গোড়ায় সরকারী সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের ১০টি জেলায় ট্রাফিক পুলিশ ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম নামক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের মধ্যদিয়ে আমাদের ট্রাফিক বিভাগ পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করলো।ডিজিটাল এ প্রযুক্তির মাধ্যমে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে যা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।উক্ত প্রযুক্তি ব্যবহার করে POS Machine এর মাধ্যমে গাড়ীর মালিকানা, রেজিস্ট্রেশন, ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা যাবে।
এছাড়াও গাড়ীর রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মামলা সার্চ করা যাবে। একটি গাড়ীর বিপরীতে রেজিস্ট্রেশন ও ট্রাফিক অনিয়ম সংক্রান্ত কয়টি মামলা হয়েছে তা জানা যাবে। নতুন সড়ক আইন-২০১৮ অনুযায়ী একজন চালকের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মামলায় কত পয়েন্ট মাইনাস হয়েছে, চালকের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কয়টি মামলা হয়েছে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এ প্রযুক্তির মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরেশন্স) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জনাব শেখ নজরুল ইসলাম, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন লীগের সভাপতি জনাব রেজাউর রহমান মন্টু, খুলনা জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আহাদ উদ্দিন হায়দার, শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাটের অধ্যক্ষ জনাব সেখ মশারেফ হোসেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহবুল আলম সানা,খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ,
বাগেরহাট জেলা পুলিশ সুপার জনাব পঙ্কজ চন্দ্র রায়, যশোরের পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জনাব মঈনুল হক বিপিএম(বার),পিপিএম, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,
নড়াইলের পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, মেহেরপুরের পুলিশ সুপার জনাব এসএম মুরাদ আলী, কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এসএম তানভীর আরাফাত,
ঝিনাইদহের পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, বাগেরহাট জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরফুদ্দীন সহ ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত জামিল, এইভিপি এন্ড হেড অব এমএফএস ডিভিশন, এ.টি.এম তাহমিদুজ্জামান, এফএভিপি, এমএফএস ডিভিশন জনাব মোহাম্মদ জাহিদ গ্রামীন ফোন লিঃ এর লিড ম্যানেজার জনাব মোঃ হেলাল উদ্দিন আহম্মেদ, হেড অফ কর্পোরেট বিজনেস সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।