বাংলাদেশে এবারই প্রথম আন্তর্জাতিকভাবে দাবা চ্যাম্পিয়ন প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজধানীর পল্টনের হোটেল ফারসে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী দশদিন। প্রতিযোগিতায় সার্কভুক্ত দেশগুলো অংশগ্রহণ করেছে।

সোমবার ‘ফাস্ট সার্ক চেস চ্যাম্পিয়নশিপস-২০১৯’ এর উদ্বোধন করেন বাংলাদেশ চেস ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এ সময় খেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে করপোরেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে স্পন্সরে এগিয়ে আসার আহ্বান জানান র‌্যাব ডিজি।

র‌্যাব ডিজি বলেন, ‘কয়েক বছর ধরে আমরা চেষ্টা করেছি দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব খেলার প্রতিযোগিতা ধরে রাখতে। আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলাধুলার বিকাশ এবং খেলোয়াড়দের দক্ষতা অর্জনের চেষ্টা করেছি। যার ধারাবাহিকতায় এই দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন।’

আন্তর্জাতিক দাবা অঙ্গনে বাংলাদেশ অনেক সাফলতা অর্জন করেছে। বর্তমানে দেশে পাঁচজন গ্র্যান্ড মাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার, তিনজন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ১৪ জন ফিদে মাস্টার, সাতজন মহিলা ফিদে মাস্টার, ১৩ জন ক্যান্ডিডেট মাস্টার ও তিনজন মহিলা ক্যান্ডিডেট মাস্টারসহ ১৪শ’র ওপর আন্তর্জাতিক রেটিং পাওয়া দাবারু রয়েছেন।

র‌্যাব প্রধান বলেন, ‘আমরা সবে মাত্র অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ পরিণত হয়েছি। বর্তমানে খেলাধুলা অনেকাংশে অর্থবহুল হয়ে পড়েছে। তাই চাইলেও অর্থবহুল এসব খেলার আয়োজন করতে পারিনি। এছাড়া উপযুক্ত স্পন্সর না পাওয়া গেলে ক্লাবের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ায় কষ্টকর। তাই খেলাধুলাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে স্পন্সরে এগিয়ে আসতে হবে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সভাপতি বেরিক বেলগাবয়েভ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার হোসাইন প্রমুখ।

বাংলাদেশ দাবা ফেডারেশন এ বছরও ঢাকায় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান সিরিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন