সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই  ছিনতাই কারী চক্রের সক্রিয় সদস্যকে  বিদেশি পিস্তল সহ আটক করেছে। আটককৃত আসামিরা কালিগঞ্জে বিকাশের ২৬ লক্ষ টাকা ছিনতাই কারী মামলা নং ১ তারিখ ০১/১১/২০১৯ খ্রিস্টাব্দ মামলার পলাতক আসামি। এদের নাম আজিজুল ইসলাম(২০) ও সামী হাসান (২১)।এর মধ্যে আজিজুলের বাড়ি শ্যামনগরে এবং সামী হাসানের বাড়ি শহরের মেহেদি বাগে।

গোয়েন্দা পুলিশের বিশ্বস্ত সূত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,ডিবির অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম,কালিগজ্ঞ থানার ওসি দেলোয়ার হোসেন,ডিবির পরিদর্শক হারাণ চন্দ্র পাল,ডিবির সেকেন্ড অফিসার হাফিজুর রহমান,এসআই মনির, এসআই ফরিদ, এএসআই রাশিদুল ইসলাম, এএসআই নুর আজম ও সঙ্গীয় ফোর্স গতকাল রাতে ২ টার শহরের সঙ্গীতা মোড় থেকে সামী হাসান কে আটক করতে সক্ষম হয় পুলিশ। সূত্র আরো জানায় সামীর দেওয়া তথ্য মোতাবেক ঐ ছিনতাইয়ে ব্যবহৃত পিস্তল উদ্ধারের উদ্যেশ্য একই দিন সকাল ৭ টার দিকে শহরের মুনজিতপুর একাডেমি মসজিদের সামনে একবাড়িতে অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (২০) কে আটক করে পুলিশের ঐ চৌকস টিম। এর পর আজিজের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির খাটের তলা থেকে একটি Automatic বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম প্রতিবেদক কে জানান, এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তিনি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানে অব্যহত আছে।     





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন