মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় অভ্যন্তরীন আমন সংগ্রহ/২০১৯-২০ মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে তালিকাভূক্ত কৃষক বাঁছাইয়ের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর ২টায় সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘কৃষকদের ধানের নার্য্য মূল্য দিতে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকরাই দেশের অর্থনীতি মজবুত করে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, খাদ্য পরিদর্শন হুমায়ূন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মাসুদুর রেজা প্রমুখ। সাতক্ষীরা সদরে অভ্যন্তরীন আমন সংগ্রহ/২০১৯-২০ মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে তালিকাভূক্ত ১০ হাজার ৭শ’৭২ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ৩হাজার ১শ’১৩ জন কৃষককে নির্বাচিত করা হয়। সরকার ২৬ টাকা দরে প্রতি কেটি আমন ধান ক্রয় করবে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা রাইচমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, আনিছুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি অফিসার ও কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজ আহমেদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন