খুলনার দিঘলিয়ার শীর্ষ সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপন এবং তার দুই সহযোগী আব্দুল্লাহ ও ইকবালকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গত ০৪ ডিসেম্বর ২০১৯ তারিখ খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অপারেশন পরিচালনা করে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ফরমায়েশখানা গ্রামে র্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অদ্য রাত আনুমানিক ০০.৩০ ঘটিকায় দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রামস্থ শীর্ষ সন্ত্রাসী রিপন
শেখ@কনডম রিপনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

অতঃপর রিপনের বাড়ির পাশে তার দেখানো কবর স্থান হতে ১। বিদেশী পিস্তল-০১টি,
২।ওয়ান স্যুটার গান-০১টি,
৩।পিস্তলের এ্যামোনিশন-০৯ রাউন্ড,
৪।ম্যাগাজিন-০১টি,
৫।রামদা-০৭টি,
৬।মোবাইল-০৪টি,
৭।সীমকার্ড-০৪টি,
৮।মেমোরী কার্ড-০১টি,
৯।নগদ ১৩৫০/-টাকা উদ্ধার করা হয়।

এরপর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোঃ আব্দুল্লাহ কাওছার (২৪) এবং মোঃ ইকবাল শেখ (২৭) কে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে
১২টি রামদা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী রিপন শেখ @ কনডম রিপন এর নামে খুলনা জেলার বিভিন্ন থানায় ০৮টি
সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীদের নাম ও ঠিকানা :
(১) মোঃ রিপন শেখ @ কনডম রিপন (৩০), পিতা-মৃত-শেখ মোঃ আনসার আলী,
সাং-ফরমায়েশখানা, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা

(২) মোঃ আব্দুল্লাহ কাওছার (২৪), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-সিংগা বাইপাস
সদর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, এ/পি-সাং-ফরমায়েশখানা, থানাঃ দিঘলিয়া,
জেলাঃ খুলনা।

(৩) মোঃ ইকবাল শেখ (২৭), পিতা-মোঃ আকরাম শেখ, সাং-কাশিপুর,
থানা-খালিশপুর, কেএমপি, খুলনা এ/পি-সাং- ফরমায়েশখানা, থানাঃ দিঘলিয়া,
জেলাঃ খুলনা।

ধৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি নিশ্চিত করে Rab-6 খুলনা এর অধিনায়ক এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিক দের কে জানিয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন